আল্লামা আহমদ শফী যতটুকু ইবাদত করেছেন, তোমরা তো ততটুকু পাপও করোনি -মাওলানা নদভী

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ২৭ ২০১৯, ০৮:০১

ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার ১০৬ তম বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনের বিশেষ অতিথির বক্তব্যে, নাস্তিক ও ইসলামবিরোধী বুদ্ধিজীবীদের উদ্দেশ্য করে মাওলানা উবায়দুর রহমান খান নদভী বলেন- আল্লামা আহমদ শফী সাহেব যতটুকু ইবাদত করেছেন, তোমরা তো ততটুকু গোনাহ ও করোনি। আবার তাকে নিয়ে সমালোচনা করতে আসো!
তিনি বলেন, আল্লামা আহমদ শফী বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী, মুক্তমনা ও নারীবাদীদের একত্রে করে যদি জুতাপেটা করতেন সেটাও তাদের সৌভাগ্যের কারণ হতো। তিনি আরও বলেন, আল্লামা আহমদ শফীকে জ্ঞান দিতে যাওয়া হাতিকে দাত দেখানোর নামান্তর।

এছাড়াও তিনি বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে আলেম ওলামাগণের মাধ্যমে সংস্কারের কথা বলেন।
পিএসসি ও জেএসসির সমালোচনা করে তিনি বলেন পৃথিবীর কোথাও এমন অদ্ভুত নিয়ম নেই যার দ্বারা কোমলমতি শিশুদের উপর চাপিয়ে দেয়া হয় শিক্ষার ভার।

উক্ত মহাসম্মেলনে অন্যান্যদেন মধ্যে আরও বয়ান করেন মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ূবী, মাওলানা জুবায়ের আহমদ আনসারী ও আল্লামা মুমতাজুল করীম (বাবা হুজুর)।