আবু ত্ব-হা আদনানের সন্ধানের দাবীতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ১৬ ২০২১, ২১:০৩

তিন সফরসঙ্গীসহ নিখোঁজ হওয়া ইসলামি আলোচক আবু ত্বা-হা মুহাম্মাদ আদনানের সন্ধান অক্ষত অবস্থায় সন্ধানের দাবিতে সিলেটের সর্বস্তরের সাধারণ জনতার ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১৬ জুন (বুধবার) বিকেলে সিলেট চৌহাট্টা পয়েন্টস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে মাওলানা আব্দুল্লাহ মায়মুনের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে আবু ত্ব-হা মোহাম্মদ আদনানের সন্ধানসহ ৫ দফা দাবি উত্থাপন করা হয়।

দাবিগুলো হচ্ছে:

  • আবু ত্ব হা মুহাম্মদ আদনানকে তার নিখোঁজ তিন সঙ্গীসহ অক্ষত অবস্থায় কোনো ধরনের হয়রানি ছাড়া সন্ধান দিতে হবে।
  •  এ পর্যন্ত সারাদেশে ৬০৪ জন নিখোঁজ হওয়া, যারা এখন পর্যন্ত গুম আছেন, তাদেরও সন্ধান দিতে হবে।
  • আগামীতে যাতে এভাবে গুম না হয় এর জন্যে নাগরিক সুরক্ষা দিতে হবে।
  • কারারুদ্ধ সব আলেমদের মুক্তি দিতে হবে। মামলার হয়রানির শিকার আলেমদের মামলা প্রত্যাহার করতে হবে।
  • স্বাস্থ্য সুরক্ষার বিধি মেনে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান স্কুল-কলেজ, মাদ্রাসা এবং ইউনিভার্সিটি খুলে দিতে হবে

প্রসঙ্গত, গত ১০ জুন রংপুর থেকে ফেরার পথে রাজধানীর গাবতলী এলাকা থেকে ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পর তার স্ত্রী ও মা রংপুর ও ঢাকায় এ বিষয়ে পুলিশকে লিখিত অভিযোগ করেন।