আবারো লকডাউনে বৃটেন: ছয় জনের বেশী হলেই জরিমানা

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ০৯ ২০২০, ০৫:৫৮

একুশে জার্নাল লন্ডন প্রতিনিধি:
করোনাভাইরাসের প্রভাব বাড়ার আশংকায় আগামী ১৪ সেপ্টেম্বর সোমবার থেকে আবারো কড়া লকডাউনের কবলে পড়তে যাচ্ছে যুক্তরাজ্য। বৃটেনের প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিংস্ট্রিট এ তথ্য জানায়।

প্রধানমন্ত্রী বরিস জনসন জানান, এই লাকডাউন চলাকালীন বাহিরে ছয় জনের বেশী একত্রিত হলেই একশো পাউন্ড থেকে ৩হাজার দুইশো পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩লাখ ২০হাজার টাকা)পর্যন্ত জরিমানা হতে পারে মর্মে আদেশ জারি করা হয়েছে।

তবে স্কুল, অফিস, কর্মমস্থল, বিয়ে পার্টি, জানাযা অনুষ্ঠান এ আইনের আওতায় পড়বে না।
শুধুমাত্র প্রাইভেট হোম, বাড়ি ঘর, পার্ক, ঘরের ভেতর, গার্ডেন ইত্যাদি ক্ষেত্রে নতুন এই জরিমানা প্রযোজ্য হবে।