আবরার হত্যার প্রতিবাদে কলরবের সংগীত ‘দেড় লাখ কিলো গোরস্থান’

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ১০ ২০১৯, ২২:২৭

ইলিয়াস সারোয়ার:

বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরব নিয়ে এলো এক যুগান্তকারী প্রতিবাদী সংগীত। সংগীতের শিরোনাম ‘দেড় লাখ কিলো গোরস্থান’।

সঙ্গীতটি প্রকাশ করা হয়েছে ‘হলি টিউন’ নামক একটি ইউটিউব চ্যানেলে। প্রকাশের পর থেকে মাত্র ২ দিনে তিন লক্ষ তেত্রিশ হাজার ভিউ হয়েছে এটি। লাইক পড়েছে ২৩ হাজার।

হৃদয়গ্রাহী কথা সম্বলিত চমৎকার এই সঙ্গীতটি লিখেছেন জয়নাল আবেদীন। আকর্ষণীয় সুরারোপ করেছেন আহমাদ আব্দুল্লাহ। প্রতিবাদী দরাজ ও সুলেল কন্ঠে গেয়েছেন বদরুজ্জামান, সাঈদ আহমদসহ কলরবের শিল্পীবৃন্দ।

গানটির লিরিক নিম্নরূপ-

ওহে রাজ্য ওহে রাজা

সেলাই করো আমার ঠোঁট

বালু চাপা দিয়ে মগজ

আমায় বানাও পক্ষী উট।।

কেমনে করি বন্ধ দু’চোখ

কেমনে করি রুদ্ধ কান

অবাক হয়ে তাকিয়ে দেখি

দেড় লাখ কিলোই গোরস্থান।।

আমার নীরব পদ শব্দে

কেমনে নড়ে রাজার ভিত

ঘর হতে আজ পা বাড়ালেই

চোখে ভাসে বিশ্বজিৎ।।

ন্যায্য কথায় ত্যাজ্য করো

জানো কোথায় মানলে হার

হারিয়ে দিয়ে বাংলাদেশকে

ওপার গেল এক আবরার।।

কোথায় গিয়ে বাঁচবো বলো

কোথায় পাবে রক্ষে প্রাণ

অবাক হয়ে তাকিয়ে দেখি

দেড় লাখ কিলো গোরস্থান।

ওহে রাজ্য ওহে রাজা

আমরা প্রজা ক্ষুদ্র কীট

পাওনা দাবি চাইতে গেলেই

ঝাঁঝরা কেন আমার পিঠ!

রক্তে যদি দেশটা ভাসে

একটু হলেই ভিন্নমত

কিসের দায়ে দাঁড়িয়ে তবে

রাজ্য ভরা আদালত।

স্তব্ধ আমার কলম খাতা

যায় না লেখা পদ্য-গান

অবাক হয়ে তাকিয়ে দেখি

দেড় লাখ কিলো গোরস্থান।।