আফগানিস্তানে তা*লে*বা*ন সরকারের প্রথম বাজেট ঘোষণা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ১৬ ২০২২, ১৫:২৬

গত বছরের আগস্টে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের ক্ষমতায় আসার পর এই প্রথম বার্ষিক জাতীয় বাজেট ঘোষণা করেছে তালেবানের নেতৃত্বাধীন সরকার।

বাজেট ঘোষণা করেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের উপ-প্রধানমন্ত্রী মাওলানা আব্দুস সালাম হানাফী। ঘোষণায় তিনি জানান, আগামী এক বছরের জন্য বার্ষিক ব্যায় ধরা হয়েছে ২৩১.৪ বিলিয়ন আফগানী (আফগানিস্তানের মুদ্রা) এবং রাজস্ব আয় ধরা হয়েছে ১৮৬.৭ বিলিয়ন আফগানী।

মাওলানা আবদুস সালাম হানাফী জানান, চলতি অর্থবছরের বাজেট আগামী ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

তিনি আরো জানান, মন্ত্রিপরিষদে অনুমোদিত হওয়ার পর বাজেটের চূড়ান্ত অনুমোদন দিয়েছেন তালেবানের সর্বোচ্চ নেতা শাইখুল হাদীস মাওলানা হেবায়তুল্লাহ আখুন্দজাদা।

আফগান অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ ওয়ালী হাকমাল বলেন, শুল্ক, মন্ত্রণালয় ও খনি বিভাগ থেকে রাজস্ব আদায় করা হয়েছে।

তবে কিভাবে বার্ষিক আয় ও ব্যায়ের মধ্যে যে ৪৪ বিলিয়ন আফগানী ঘাটতি রয়েছে তা পূর্ণ করা হবে, সে বিষয়ে স্পষ্ট করেনি তালেবানের নেতৃত্বাধীন সরকার।

সূত্র : রয়টার্স