আনোয়ারা কর্ণফুলীর ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে হচ্ছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ১৮ ২০২০, ২৩:৩৩

নিজস্ব প্রতিনিধি:

সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় চট্টগ্রাম-১৩ আসনের আনোয়ারা-কর্ণফুলী উপজেলায় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হচ্ছে।

আনোয়ারা কর্ণফুলী আসনের সংসদ সদস্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বরাবরে সুপারিশ করেছেন।

এই প্রকল্পের আওতায় আনোয়ারা উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলো হল-১. গুয়াপঞ্চক সরকারী উচ্চ বিদ্যালয় ২. রায়পুর উচ্চ বিদ্যালয় ৩. শাহ মােহসেন আউলিয়া ডিগ্রী কলেজ ৪. বরুমচড়া শহীদ বশরুজ্ছামান উচ্চ বিদ্যালয় ৫. চাতরী উচ্চ বিদ্যালয় ৬. পরকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয় ৭. জেকে.এস উচ্চ বিদ্যালয় ৮. সিংহরা উচ্চ বিদ্যালয় ৯. জামেয়া জুমহারিয়া আলিয়া মাত্রাসা ১০. হযরত চারপীর আউলিয়া সিনিয়র মাত্রাসা। এছাড়া কর্ণফুলী উপজেলায় ১. এ.জে চৌধুরী ডিগ্রি কলেজ ২. চরলক্ষ্যা উচ্চ বিদ্যালয় ৩.মরিয়ম আশ্রম উপ্চ বিদ্যালয় ৪ জুলধা শাহমীর উচ্চ বিদ্যালয় ৫. কালারপােল অহিদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা।