আটককৃত একজনকেও অপরাধী প্রমাণ করতে পারলে স্বেচ্ছায় কারাবরণ করবো: ভিপি নুর

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ১৪ ২০২১, ১৬:০৬

ডাকসুর সাবেক ভিপি নুরুলহক নুর বলেছেন, বাংলাদেশ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের আটককৃত একজনকেও যদি আপনারা অপরাধী প্রমাণ করতে পারেন, তাহলে স্বেচ্ছায় কারাবরণ করবো। আজ ১৪মে শুক্রবার পবিত্র ঈদের দিন শহীদ মিনারে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে ২৫শে মার্চ রাজধানীতে বিক্ষোভ করেছিলো বাংলাদেশ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের নেতা-কর্মীরা। বিক্ষোভের পর থেকে এখন পর্যন্ত সংগঠনটির ৫৩জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে রয়েছেন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন। তারা সবাই এখন কারাগারে আটক রয়েছে।

আজ বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এই প্রতিবাদী মানববন্ধনে নেতৃত্ব দেন ডাকসুর সাবেক ভিপি নুরুলহক নুর। তিনি তার বক্তৃতায় বলেন, বাংলাদেশে বর্তমানে লকডাউনের নামে তামাশা চলছে। লকডাউন দিয়ে গরীবের পেটে লাথি মেরেছে এই সরকার। আপনারা ছাত্র-যুব ও শ্রমিক অধিকার পরিষদের এতগুলো ছেলেকে কেন আটক করেছেন? তাদের অপরাধ কী? তারা চুরি করেছে নাকি চাঁদাবাজি করেছে? আমি বলতে চাই, আটক একজনকেও যদি আপনারা অপরাধী প্রমাণ করতে পারেন, তাহলে আমরা স্বেচ্ছায় কারাবরণ করবো।

তিনি তার বক্তব্যে আরো বলেন, আপনারা হতাশ হবেন না। যত জুলম-নির্যাতন আসবে, ততো আমরা শক্তিশালী হবো। আজকে ঈদের দিনের আনন্দকে তারা শোকে পরিণত করেছে। অবিলম্বে আমাদের নেতা-কর্মীদেরকে মুক্তি দিতে হবে।

সমাবেশে ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ডাকসুর সাবেক ভিপি নুরুলহক নুর বলেছেন, বাংলাদেশ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের আটককৃত একজনকেও যদি আপনারা অপরাধী প্রমাণ করতে পারেন, তাহলে স্বেচ্ছায় কারাবরণ করবো। আজ ১৪মে শুক্রবার পবিত্র ঈদের দিন শহীদ মিনারে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে ২৫শে মার্চ রাজধানীতে বিক্ষোভ করেছিলো বাংলাদেশ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের নেতা-কর্মীরা। বিক্ষোভের পর থেকে এখন পর্যন্ত সংগঠনটির ৫৩জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে রয়েছেন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন। তারা সবাই এখন কারাগারে আটক রয়েছে।

আজ বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এই প্রতিবাদী মানববন্ধনে নেতৃত্ব দেন ডাকসুর সাবেক ভিপি নুরুলহক নুর। তিনি তার বক্তৃতায় বলেন, বাংলাদেশে বর্তমানে লকডাউনের নামে তামাশা চলছে। লকডাউন দিয়ে গরীবের পেটে লাথি মেরেছে এই সরকার। আপনারা ছাত্র-যুব ও শ্রমিক অধিকার পরিষদের এতগুলো ছেলেকে কেন আটক করেছেন? তাদের অপরাধ কী? তারা চুরি করেছে নাকি চাঁদাবাজি করেছে? আমি বলতে চাই, আটক একজনকেও যদি আপনারা অপরাধী প্রমাণ করতে পারেন, তাহলে আমরা স্বেচ্ছায় কারাবরণ করবো।

তিনি তার বক্তব্যে আরো বলেন, আপনারা হতাশ হবেন না। যত জুলম-নির্যাতন আসবে, ততো আমরা শক্তিশালী হবো। আজকে ঈদের দিনের আনন্দকে তারা শোকে পরিণত করেছে। অবিলম্বে আমাদের নেতা-কর্মীদেরকে মুক্তি দিতে হবে।

সমাবেশে ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।