আঞ্জুমানের কেন্দ্রীয় পরীক্ষার ফলপ্রকাশ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ০১ ২০২০, ১৯:১৮

আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশ (১৪৪১ হিজরী) সনদ জামাআত অনলাইন ক্লাসের কেন্দ্রীয় পরীক্ষার প্রাথমিক ফলাফল আজ ১ সেপ্টেম্বর ২০২০ ইংরেজী দুপুর ১২টায় প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশ উপলক্ষ্যে সিলেট মহানগরীর গোটাটিকরস্থ আঞ্জুমান কমপ্লেক্স কেন্দ্রীয় দফতরে আঞ্জুমানের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ক্বারী ইমদাদুল হক’র সভাপতিত্বে পরীক্ষা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও অনলাইন সনদ জামাআতের ব্যবস্থাপক মাওলানা ক্বারী ইনাম বিন সিদ্দিক পরীক্ষার বিস্তারিত ফলাফল পরীক্ষা নিয়ন্ত্রক বরাবরে হস্তান্তর করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আঞ্জুমান কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা ক্বারী হারুনুর রশীদ, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ক্বারী মুজাহিদুল ইসলাম, পরীক্ষা কমিটির সদস্য মাওলানা ক্বারী ফয়জুল্লাহ মায়মুন, মাওলানা ক্বারী ইবাদ বিন সিদ্দিক, মাওলানা ক্বারী নিয়াজুর রহমান নিজাম, মাওলানা ক্বারী আবুল হুসাইন শরীফ, মাওলানা ক্বারী জুবায়ের আহমদ লস্কর, মাওলানা ক্বারী মামুনুর রশীদ মাছুম প্রমুখ।

বিগত রমযান মাসে সনদ জামাআত অনলাইন ক্লাসে ৮২জন ছাত্র-ছাত্রী ভর্তি হয়। রমজান পরবর্তী সপ্তাহব্যাপী অফলাইন ক্লাসে সরাসরি প্রশিক্ষণ ও মারকাজী পরীক্ষায় ২৯ জন অংশগ্রহণ করে সবাই উত্তীর্ণ হয়।

মেধা তালিকায় (মুমতাজ) প্রথম: হাফিজ ক্বারী মাহফুজুর রহমান উসামা (১২), দ্বিতীয়: ক্বারী ফরহাদ আহমদ (০৪), তৃতীয়: ক্বারী রায়হান আহমদ (১৪), চতুর্থ: হাফিজ মাওলানা ক্বারী খাব্বাব আহমদ (২২)। ১ম স্থান অধিকারীদের রোল নম্বর: ০২, ০৩, ০৬, ০৮, ০৯, ১০, ১৩, ১৫, ১৬, ১৭, ১৯, ২১, ২৩, ২৪, ২৭। ২য় স্থান অধিকারীদের রোল নম্বর: ০১, ০৫, ০৭, ১১, ১৮, ২০, ২৫, ২৬, ২৮। ৩য় স্থান অধিকারীর রোল নম্বর: ২৯

বিস্তারিত ফলাফল জানতে ভিজিট করুন www.anjumanbd.org এই ওয়েবসাইটে। শীঘ্রই সনদ জামাআতের বিস্তারিত ফলাফল নিয়ে গেজেট প্রকাশিত হবে ইনশাআল্লাহ। ফলাফল সংক্রান্ত কোন অভিযোগ থাকলে বা পুন: নিরীক্ষণ (নযরে সানী) করতে হলে পরীক্ষা সমপরিমাণ ফি দাখিল করত: সরাসরি কেন্দ্রীয় পরীক্ষা নিয়ন্ত্রক বরাবরে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে লিখিত আবেদন করতে হবে।

বিস্তারিত ফলাফল দেখতে ক্লিক করুন