আজ বাদ আসর হাটহাজারীতে হেফাজতের বিক্ষোভ

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ১৯ ২০২০, ১৫:০৪

হেফাজতে ইসলাম'র আমীর আল্লামা জুনাইদ বাবুনগরী

হাবীব আনওয়ার

হেফাজতে ইসলাম বাংলাদেশের নবনির্বাচিত আমির, দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শিক্ষা পরিচালক আল্লামা জুনাইদ বাবুনগরী’র ৩ টি কর্মসূচিতে পুলিশের বাঁধার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখা।

আজ ১৯ নভেম্বর বৃহস্পতিবার বাদ আসর হাটহাজারী ডাকবাংলো চত্বরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও হাটহাজারী উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী।

মাওলানা ফয়জী বলেন, আমিরে হেফাজত আল্লামা জুনাইদ বাবুনগরী’র পূর্বনির্ধারিত ৩টি প্রোগ্রাম সরকার উদ্দেশ্য প্রনোদিত ভাবে বন্ধ করে দিয়েছি বলে আমরা মনে করি। ৯০ ভাগ মুসলমানদের দেশে ধর্মীয় মাহফিল বন্ধ করে দেওয়াকে কখনো সহ্য করা হবে না। আমরা পরিস্কার বলতে চাই আমিরে হেফাজত আল্লামা জুনাইদ বাবুনগরী দা.বা.এর কর্মসূচিতে বাধা প্রদান মানবেনা এদেশের তওহীদী জনতা। প্রয়োজনে কঠিন প্রতিরোধ গড়ে তোলার হবে।

এসময় তিনি সকলকে বিক্ষোভে অংশ নেওয়ার আহবান জানান।

উল্লেখ্য, আজ রাহমাতুল্লিল আলামীন কনফারেন্স, ঢাকা, মাদারীপুর ওলামা সম্মেলন, দয়াপুর মাদরাসা, কুমিল্লায় আমিরে হেফাজতের প্রোগ্রাম ছিল। ঢাকায় রহমাতুল্লিল আলামীন কনফারেন্সে বাঁধা দেওয়ার প্রতিবাদে এখন বায়তুল মোকাররমে বিক্ষোভ চলছে।