আজ ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের ২৭তম বর্ষপূর্তি

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ০৬ ২০১৯, ০৫:২৪

একুশে জার্নাল ডেস্ক: আজ ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের ২৭তম বর্ষপূর্তি। ৯৯২ সালের ৬ ডিসেম্বর উগ্রবাদী জঙ্গি হিঁদুদের হাতে ধ্বংস হয়েছিল মসজিদটি।

বাবরি মসজিদকে নিয়ে ভারতীয় সুপ্রিম কোর্টের অন্ধ সাম্প্রদায়িক রায়ের পর এবারের ৬ ডিসেম্বরকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

অল ইন্ডিয়া তানজিম উলামায়ে ইসলাম দিনটিতে বেরেলির মুসলিম ব্যবসায়ীদেরকে দোকানপাট বন্ধ রাখার আহবান জানিয়েছে। অন্যান্য ইসলামী সংগঠনের সাথে মিলে তানজিম আজ বিক্ষোভের আয়োজন করছে।

ওদিকে, ভারতের উত্তর প্রদেশের পুলিশ জানিয়েছে, দিনটির কথা মাথায় রেখে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। গত ৯ নভেম্বর সুপ্রিম কোর্টে অযোধ্যার রাম জন্মভূমি-বাবরি মসজিদ শীর্ষক মামলার রায় ঘোষণার দিন যেভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছিল, শুক্রবারেও একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অন্যদিকে মুসলমানরা মনে করেন, ৬ ডিসেম্বর বিশ্বের ইতিহাসে এক কালো দিন। সেদিন উগ্র জঙ্গি হিন্দুরা যে জঘন্য অপকর্ম করেছে, গত ৯ নভেম্বরের রায়ে ভারতের সুপ্রিম কোর্ট সেই সাম্প্রদায়িক সন্ত্রাসকেই প্রকারান্তরে বৈধতা দিয়েছে।