আওয়ামী সন্ত্রাসীরা ইচ্ছামতো সিল মেরে ভোট নিয়ে গেছে: ফখরুল

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ২০ ২০২০, ১৯:১৫

প্রত্যেকটি নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা কেন্দ্রগুলো দখল করে নিয়েছে। প্রশাসনের সহযোগিতায় বিএনপির এজেন্টদের বের করে দেয়া হয়েছে। ইচ্ছামতো সিল মেরে ভোট নিয়ে গেছে তারা। এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২০ অক্টোবর) উপজেলা-ইউপি নির্বাচন নিয়ে বিকেলে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, সারা দেশে ২০৯টি ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা আশা করেছিলাম সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে কারণেই আমরা অংশ নিয়েছিলাম। তবে তা হয়নি। নির্বাচনকালীন সরকার ও নির্বাচন কমিশন পরিবর্তন এবং নিরপেক্ষ না হলে কখনই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

যেসব জেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছে ভোট কারচুপির অভিযোগ এনে তার প্রতিবাদে জেলা সদরগুলোতে বুধবার বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলে জানান মির্জা ফখরুল। নির্বাচনের ৪৮ ঘণ্টার মধ্যে কোনো ধরনের সভা-সমাবেশ না করায় বিধান থাকায় জেলা সদরে এ কর্মসূচি পালন করা হবে।

তিনি আরো বলেন, আমাদের দলের ভেতর কোনো কোন্দল নেই। আর বড় দল বলেই নেতাকর্মীদের মধ্যে ছোটখাটো ঝামেলা থাকবেই। বড় দল বলেই নমিনেশন নিয়ে সমস্যা আছে, সমস্যা থাকবে।

বিকেলে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।