আওয়ামীলীগে প্রত্যাবর্তন করছেন সুলতান মনসুর

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ২৯ ২০১৯, ১৬:৪৪

আসন্ন ডাকসু নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী ছাত্র সংগঠন ছাত্রলীগের প্যানেলকে বিজয়ী করতে বিশেষ দায়িত্ব নিয়ে মাঠে নামবেন সাবেক ভিপি সুলতান মনসুর, এমন আভাস পাওয়া যাচ্ছে রাজনৈতিক অঙ্গন থেকে। এমনকি যেকোন দিন সুলতান মনসুরের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ‘ঘরে ফেরা’র ঘোষণা আসতে পারে- এ নিয়েও চলছে জোর আলোচনা।

ইতোমধ্যে গণভবনে আ’লীগের সভানেত্রীর সাথে দেখা করেছেন সাবেক এ ভিপি। গত শুক্রবার (২৫ জানুয়ারী) সন্ধ্যায় গণভবনে গিয়েছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা সুলতান মো. মনসুর আহমেদ। সাক্ষাতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে কথা বলেছেন।

প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় একজন সদস্য সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডাকসু নির্বাচনে সুলতান মনসুরসহ সাবেক দুই নেতাকে বিশেষ দায়িত্ব দেওয়া হবে। প্রধানমন্ত্রী এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। গত শনিবার দলের একটি সভা শেষে ডাকসু নির্বাচনের প্রসঙ্গ উঠে আসে। এ সময় আওয়ামী লীগের সভানেত্রী বলেন-‘ওরা মাহমুদুর রহমান মান্নাকে নিয়ে নামবে। আমরাও আখতারুজ্জামান ও সুলতান মোহাম্মদ মনসুরকে নামাব।’

দলের আরও একটি সূত্র নিশ্চিত করেছে, সুলতান মনসুর আওয়ামী লীগে ফিরছেন। পুরনো ঘরে ফিরে শিগগিরই রাজনীতিতে সক্রিয় হবেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর ২০০৯ সালের সম্মেলনে বাদ পড়েন দলীয় পদ থেকে। সেনাসমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিতর্কিত ভূমিকার জন্য দলে এ অবস্থা হয় তার। এক পর্যায়ে আওয়ামী লীগের সঙ্গেও তার সম্পর্ক ছিন্ন হয়।

এ বিষয়ে সুলতান মনসুর বলেন, ‘ছাত্রলীগের প্যানেল থেকেই আমি ভিপি নির্বাচিত হয়েছি। নেত্রী (শেখ হাসিনা) আমাকে নেতা বানিয়েছেন। ছাত্রলীগের প্যানেলকে নির্বাচিত করার কোনো দায়িত্ব পালনের প্রস্তাব এলে তা অবশ্যই গ্রহণ করবো।’

আওয়ামী লীগের রাজনীতিতে ফের সক্রিয় হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তো আওয়ামী লীগ ছাড়িনি। আওয়ামী লীগ আমাকে বহিস্কারও করেনি।’

সৌজন্যে: পূর্বপশ্চিম বিডি.কম