অর্থ ও মানবপাচারের দায়ে কুয়েতে এমপি পাপুলের ৪ বছরের কারাদণ্ড

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ২৮ ২০২১, ২৩:১০

কুয়েতে বাংলাদেশের সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

আজ বৃহস্পতিবার কুয়েতের কয়েকটি গণমাধ্যম এ খবর জানিয়েছে।

দৈনিক আল কাবাস জানায়, মানবপাচার ও অর্থ পাচারের দায়ে পাপুলকে কুয়েতের ফৌজদারি আদালত এ রায় দেন।

বিচারক আব্দুল্লাহ আল ওসমান রায়ে পাপুলকে ১৯ লাখ কুয়েতি দিনার জরিমানাও করেন।

এ ছাড়া, একই মামলায় কুয়েতের মেজর জেনারেল মাজেন আল-জারাহ ও আরেক এজেন্ট নাওয়াফ আল-মুতাইরিকেও চার বছর করে কারাদণ্ড দেন আদালত। আদালত দুজনের প্রত্যেককে ১৯ লাখ ৭০ হাজার কুয়েতি দিনার জরিমানা করেন।

গত বছর ৭ জুন মানবপাচার ও অর্থ পাচারের অভিযোগে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদ ইসলামকে কুয়েতে গ্রেপ্তার করে দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গত বছর ফেব্রুয়ারিতে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সে দেশের স্থানীয় একাধিক পত্রিকায় বাংলাদেশি এমপির মানব পাচারে যুক্ত থাকার খবর বেরিয়েছিল।