অবৈধভাবে চুক্তি বাতিল ও এজেন্সিতে দুর্নীতির প্রতিবাদে মেটলাইফ কর্মীদের কর্মবিরতির ডাক

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ২২ ২০২০, ২৩:৩৬

অবৈধভাবে  চুক্তি বাতিল ও মেটলাইফ কবির খান এজেন্সির দুর্নীতির প্রতিবাদে কর্মবিরতিতে যাচ্ছেন  মেটলাইফ সিলেট ব্রাঞ্চের কবির খান এজেন্সীর ইউনিট ম্যানেজার ও ফিনান্সিয়াল এসোসিয়েটরা।

আগামী ২৪ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ৬ দিন কর্মবিরতির ঘোষণা দেন তারা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সিলেট নগরীর বারুতখানা সিম্ফনি হাইটস তৃতীয় তলাস্থ কার্যালয়ে তারা অবস্থান কর্মসূচি পালন করেন এবং যাবতীয়  অফিসিয়াল কাজ থেকে বিরত থাকেন। পরবর্তী কার্যক্রম হিসেবে আগামী ২৪ অক্টোবর শনিবার থেকে ৬দিন পর্যন্ত কর্মবিরতির আহবান করেন।

এব্যাপারে সভায় উপস্থিত ইউনিট ম্যানেজার এবং এফ এ গণ এজেন্সীর সকল ইউনিট ম্যানেজার ও এসোসিয়েটদের কর্মবিরতি পালনের আহবান জানিয়েছেন।

প্রসঙ্গত, মেটলাইফ ইনস্যুরেন্স কোম্পানির সিলেট ব্রাঞ্চের ‘কবির খান এজেন্সির’ ম্যানেজার কবির উদ্দিন খানের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় দুই ইউনিট ম্যানেজারকে অবৈধভাবে চাকুরীচ্যুত করা হয়। এরই প্রেক্ষিতে আন্দোলন শুরু করেন এজেন্সীর কর্মীরা।