অধিক মূল্যে আলু বিক্রি করায় কুলাউড়ায় একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ১৭ ২০২০, ২৩:১০

মারজান আহমদ, কুলাউড়া প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৌর শহরে কার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে আলু বিক্রয় ও মূল্য তালিকা না থাকার অপরাধে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

(১৭ অক্টোবর) শনিবার কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম এর নেতৃত্বে মোবাইল কোর্টের অভিযানে উত্তরবাজারের জীবন এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা, প্রগতি বাণিজ্যালয়কে ৪ হাজার টাকা, বৃষ্টি ভেরাইটিজ ষ্টোরকে ৩ হাজার টাকা ও কাঁচামালের ব্যবসায়ী রাজিব আহমদকে ১ হাজার টাকা এবং দক্ষিণবাজারের হেলি ষ্টোরকে ৫ হাজার টাকা ও স্বর্ণা ভেরাইটিজ ষ্টোরকে ৫ হাজার টাকাসহ মোট ৬টি প্রতিষ্ঠানে ২১ হাজার টাকা অর্থদণ্ড করে আদায় করা হয়।

কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুল নাঈম বলেন কুলাউড়া উপজেলার যে কোন বাজারে নিয়মিত অভিযান চলবে।