অক্ষর যোদ্ধা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ১৬ ২০২২, ০৮:৫৪

সৈয়দ মুন্তাছির রিমন


আমি অক্ষর যোদ্ধা

সমুদ্রের অতুল গভীরে ডুব দিয়ে

অণু তুলে বানাই পারমাণবিক।

আমি অক্ষরে গড়ি শব্দমালা

যারা অবজ্ঞায় ফেলে মেধা-মনন

সেই সুবিধাবাদীতে ফুটাঁই বিস্ফোরন।

আমি অক্ষর যোদ্ধা

প্রতিযোগীতার দিন হারিয়েছে বহুদূর

প্রতারণার নাম নিয়ে নতুন যুগের জয়হুর।

আমি অক্ষরে দেখি বিশ্ব

দু:খিনীর চোখের পলকে খুঁজি স্বপ্ন

মানবতার অমিয় সুধায় সাজাই দগ্ধ।

আমি অক্ষর যোদ্ধা

মুক্তির নেশায় বিদ্রোহী করেছে কারাবরণ

সেই জেল-জুলুম শব্দের হাতুরে করি চুড়মার।

আমি অক্ষরে খুঁজি স্বাধীনতা

কারও সাদ্য নেই বুকে চালাবে বর্শা

সত্যে জেগে থাকা মহিমান্বিত মোহনা।