হাটহাজারী মাদরাসার মুহতামিমের ইন্তেকালে চরমোনাই পীরের শোক
একুশে জার্নাল ডটকম
জুন ০৩ ২০২৩, ১৪:০৮
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহা: রেজাউল করীম পীরসাহেব চরমোনাই হাটহাজারী মাদরাসার সম্মানিত মুহতামিম আল্লামা ইয়াহইয়া সাহেবের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের জান্নাতের উচ্চ মাকাম কামনা করেন।
পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন দলের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহা: ফয়জুল করীম শায়খে চরমোনাই ও দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
শোক বানীতে পীর সাহেব চরমোনাই বলেন, আমরা ক্রমেই মুরুব্বি হারা হয়ে যাচ্ছি। আল্লামা ইয়াহইয়া সাহেবের ইন্তেকালে ইসলামী অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। আল্লামা ইয়াহইয়া সাহেব একজন প্রথিতযশা আলেমদীন ছিলেন। তিনি দ্বীনের বহুমুখী খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। হযরতের সকল খেদমতকে কবুল করে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন সেই সাথে পরিবার পরিজন, ভক্ত, অনুরক্ত ছাত্র শিক্ষক সকলকে সবরে জামিল ইখতিয়ার করার তাওফিক দিন।
পীরসাহেব চরমোনাই শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন।