সৌদি হুকুমতের প্রতি মুফতি তাকি উসমানীর গুরুত্বপূর্ণ টুইটবার্তা
একুশে জার্নাল ডটকম
জুলাই ৩১ ২০২১, ১৩:১২

ইলিয়াস সারোয়ার, একুশে জার্নাল: সৌদি হুকুমতের প্রতি আহ্বান জানিয়ে টুইটারের নিজ নামে খোলা পাতায় মুফতি তাকি উসমানী এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন।
আজ (শনিবার) সকালে তিনি নিজের টুইটার একাউন্টে এ বার্তা প্রকাশ করেন।
টুইটে তিনি লিখেছেন, হারামাইন শরীফাইন এবং হেজাজের অতুলনীয় খেদমতের কারণে আমরা সর্বদাই সৌদি আরবের প্রশংসাউন্মুখ রয়েছি। কিন্তু বর্তমানে যে আফসোসজনক খবর সোশ্যাল মিডিয়া এবং কিছু খবর সরাসরি আসছে তা ইসলামি এবং খোদ বাদশাহ আবদুল আজিজের ঐতিহ্যের খেলাফ।
হারাম শরীফে বেহিজাব নারী পুলিশ, নামাজের ওয়াক্তে বাজার খুলে দেওয়া, হজ্ব-উমরায় পাবন্দী লাগানো, সবচেয়ে বড় হল খবরে ওয়াহিদ হাদিসকে দলিল স্বীকার না করা এসব বিষয় চিহ্নিত করছে রাস্ট্রের মনোভাব বদলে যাচ্ছে।
তিনি আরও বলেন, ইসলামি বিশ্বের উলামা এবং জনসাধারণ সবাই পেরেশানিতে আছে। কেননা হারামাইন শরীফাইনের সাথে তাদের স্পর্শকাতর সম্পর্ক রয়েছে।
সৌদি হুকুমতের প্রতি আহ্বান, নিজেদের কর্মপদ্ধতিকে পুনঃনিরীক্ষণ করে তারা যেন সংশোধন করে নেয়।
حرمین شریفین اور حجاج کی بے مثال خدمت کی وجہ سے ہم ہمیشہ سعودی عرب کے مداح رہے ہیں لیکن اب جو افسوسناک خبریں سوشل میڈیا پر اور کچھ براہ راست آرہی ہیں وہ اسلامی اور خود ملک عبدالعزیز کی روایات کے خلاف ہیں حرم میں بے حجاب خواتین کی پولیس نماز کے اوقات میں بازاروں کا کھول دینا
— Muhammad Taqi Usmani (@muftitaqiusmani) July 30, 2021