সিসিক নির্বাচন; প্রতীক পেয়েই প্রচারণায় হাতপাখার মাওলানা মাহমুদুল হাসান
একুশে জার্নাল ডটকম
জুন ০২ ২০২৩, ১৬:১৯
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র পদপ্রার্থী মাওলানা মাহমুদুল হাসান প্রতীক পেয়েই আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। প্রতিক বরাদ্দের পরপরই তিনি নগরীর মেন্দিবাগ, উপশহর ও শিবগঞ্জ পয়েন্টে এলাকায় প্রচারণায় নামেন।
আজ শুক্রবার(২ জুন) সকালে প্রতিক বরাদ্দের পরপরই তিনি নেতাকর্মীদের নিয়ে নেমে পড়েন প্রচার প্রচারণায়।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ সভাপতি নূরুল বশর আজিজী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ সিরাজুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ এহতেশাম বিল্লাহ আজিজীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
তফসিল অনুযায়ী, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিলো ২৩ মে, মঙ্গলবার। মনোনয়নপত্র বাছাই ছিলো ২৫ মে, বৃহস্পতিবার। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিলের তারিখ ছিলো ২৬ থেকে ২৮ মে, শুক্র থেকে রোববার পর্যন্ত।
আপিল নিষ্পত্তির তারিখ ছিলো ২৯ থেকে ৩১ মে, সোম থেকে বুধবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিলো গতকাল ১ জুন।প্রতীক বরাদ্দ দেয়া হয় আজ ২ জুন শুক্রবার।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২১ জুন সিলেট সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।