সিলেট ও রাজশাহীতে ভোট বয়কট করে সরকার পতনের ডাক চরমোনাই পীরের
একুশে জার্নাল ডটকম
জুন ১২ ২০২৩, ২০:১৫
ভোটে অনিয়মের অভিযোগ তুলে বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একইসঙ্গে আগামী ২১ জুন অনুষ্ঠেয় সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারেরও ঘোষণা দিয়েছে দলটি।
আজ সোমবার সন্ধ্যায় বরিশালের চাঁদমারী কমপ্লেক্সে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম (চরমোনাই পীর)।
সৈয়দ রেজাউল করিম বলেন, ‘নির্বাচনে মারাত্মক অনিয়মের কারণেই আমরা বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করছি। যখন প্রসাশন দলীয়করণ হয় তখন এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন কখনোই আশা করা যায় না। আমরা এই সরকার এবং নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করছি।’
রেজাউল করিম আরও বলেন, ‘রাজশাহী এবং সিলেটে আমাদের যে প্রার্থী রয়েছে তাদের প্রার্থিতাও আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং নির্বাচন বয়কটের ঘোষণা দিচ্ছি। খুলনার ফলাফলও আমরা প্রত্যাখ্যান করছি।’
বরিশালে দলীয় মেয়র প্রার্থী সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলার প্রতিবাদে কর্মসূচি ঘোষণার কথা জানিয়ে চরমোনাই পীর বলেন, ‘আগামী শুক্রবার বাদজুমা দেশব্যাপী বিক্ষোভ মিছিল করব। এ ছাড়া আলোচনা করে আমরা শিগগিরই কর্মসূচি ঘোষণা করব।’