সিলেটের বালাগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
একুশে জার্নাল ডটকম
ডিসেম্বর ২৪ ২০১৯, ১৮:৪৯

বালাগঞ্জ (সিলেট)প্রতিনিধি: বালাগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। সে উপজেলার বালাগঞ্জ সদর ইউনিয়নের প্রসন্নপুর (কাশিপুর) গ্রামের যুবলীগ নেতা লিটন মিয়া’র আড়াই বছরে শিশু কন্যা মাইশা জান্নাত।
পরিবারিক সূত্রে জানা যায়, বাড়ির পাশে খেলাধুলা করছিল শিশুটি। খেলার একপর্যায়ে সে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুর থেকে উদ্ধার করে বালাগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বালাগঞ্জ থানার এস আই বদিউজ্জামাল, তিনি বলেন, আড়াই বছরের মাইশা জান্নাত শিশুটি পানিতে পড়ার ঘটনাটি মর্মান্তিক। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।