সমন্বিত প্রচেষ্টায় করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে: সেনাপ্রধান

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ১০ ২০২১, ১৭:৫৯

সকল পক্ষের সমন্বিত প্রচেষ্টায় দেশের করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন।

মঙ্গলবার (১০ আগস্ট) টাঙ্গাইলে কোভিড শিল্ড দ্বিতীয় পর্বের ফিল্ড পর্যায়ের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন।

তিনি আরো বলেন, জনগণের সেবায় সেনাবাহিনী সব সমসময় পাশে থাকবে। সংক্রামন পরিস্থিতি অবনতি হলে আগামীতেও অসামরিক ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে সহায়তা দিতে সেনাবাহিনী প্রস্তুত আছে।

এর আগে সকাল সোয়া ১১টার দিকে টাঙ্গাইলের নিরালামোড় এলাকায় করোনা ভাইরাস সংক্রামন রোধে সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীদের সহয়তা প্রধানকারী ১৯ পদাতিক ডিবিশনের দায়িত্বরত সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শন ও তাদের সাথে মতবিনিময় করেন। এছাড়াও সাধারণ জনগণের সাথেও কথা বলেন সেনা প্রধান।

সেনাবাহিনীর ঊর্ধতন কর্মকর্তাগণের সাথে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. আতাউল গনি, পুলিশ সপার সঞ্জিত কুমার রায়, পৌর মেয়র এস এম সিরাজুল হক গণমাধ্যমকর্মীরা।