শান্তিপূর্ণ বিজয় উদযাপনের আহ্বান নাগরিক আলেমসমাজের

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ০৫ ২০২৪, ২৩:৪৯

দেশবাসীকে শান্তিপূর্ণভাবে বিজয় উদযাপন করার আহ্বান জানিয়েছে নাগরিক আলেমসমাজ। সোমবার (৫) আগস্ট রাতে এক বিবৃতির মাধ্যমে এ আহ্বান জানিয়ে, বিজয়ের জন্য আল্লাহ শুকরিয়া আদায় করে সংযম প্রদর্শন ও শান্ত থাকে অনুরোধ করা হয়।

বিবৃতিতে নাগরিক আলেমসমাজ’র প্রধান সমন্বয়ক সাংবাদিক নোমান বিন আরমান বলেন, কয়েক শত মানুষের আত্মদানের বিনিময়ে বিপ্লবী ছাত্র-নাগরিকদের বিজয় অর্জন হয়েছে। ক্ষমতাচ্যুত হয়েছে শেখ হাসিনার স্বৈরাচারী সরকার। এই অর্জন গোটা দেশের মানুষের।

এই আন্দোলনে শহিদ হওয়া ছাত্রজনতার আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতিতে বলা হয়, শহিদের ত্যাগের বিনিময়ে যে মুক্তি এসেছে, সেটাকে সকল ধরনের বৈষম্যবিলোপ করে ন্যায়নীতি ও ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে ধরে রাখতে হবে।

বিজয়ের প্রাতে দাঁড়ানো বাংলাদেশ সকল ধরনের প্রতিহিংসামুক্ত, উদারচিন্তার মানুষের শান্তি ও সমৃদ্ধির ভূখণ্ড হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে অনতিবিলম্বে দুষ্কৃতিকারীদের লুটপাট বন্ধ ও দেশে সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানান।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্রপরিষদের আন্দোলনে শত শত ছাত্রজনতাকে নির্বিচার গুলি, জুলাই গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়াতে আলেম লেখক-সাংবাদিকদের নিয়ে গঠন হয়, নাগরিক আলেমসমাজ। গত শনিবার (৩ আগস্ট) সিলেটের বন্দরবাজারে নবগঠিত সংগঠনটি গণধিক্কার কর্মসূচি পালন করে। এতে বিপুলসংখ্যক ছাত্রজনতা অংশ নিয়ে খুনি হাসিনার প্রতি ধিক্কার ও তার পদত্যাগের দাবি জানান।

 

বার্তাপ্রেরক

মুতিউল মুরসালিন

সমন্বয়ক