‘শহীদি মার্চ’ পালনের ডাক নাগরিক আলেমসমাজের
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ০৫ ২০২৪, ০০:৪৯
‘স্বৈরাচার পতনের মাসপূর্তি ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আত্মদানকারী বীরদের স্মরণে ঘোষিত ‘শহীদি মার্চ’ কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করেছে নাগরিক আলেমসমাজ।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বাদ আসর সিলেট কোর্ট পয়েন্টে সমাবেশের মাধ্যমে কর্মসূচি পালন করবে সংগঠনটি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত এ কর্মসূচিতে অংশ নিতে আলেম-বুদ্ধীজীবী, লেখক-সাংবাদিক, শিল্পী-সংস্কৃতিকর্মীসহ ছাত্রজনতার প্রতি আহ্বান জানিয়েছেন নাগরিক আলেমসমাজের প্রধান সমন্বয়ক লেখক ও সাংবাদিক নোমান বিন আরমান।
প্রসঙ্গত, জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন এক নজিরবিহীন গণঅভ্যুত্থানে রূপ নেয়। আন্দোলনের মুখে ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান স্বৈরশাসক শেখ হাসিনা। অবসান হয় সাড়ে পনেরো বছরের আওয়ামী দুঃশাসনের। আন্দোলন সফলে আত্মদান করেন হাজারো ছাত্রজনতা। তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদি মার্চ কর্মসূচি ঘোষিত হয়।