লন্ডনে হেফাজতে ইসলামের উলামা ও সুধী সমাবেশ; শাপলা চত্বর গণহত্যার তদন্ত ও বিচার দাবী
একুশে জার্নাল ডটকম
আগস্ট ৩১ ২০২৪, ১৯:১৯
লন্ডনে হেফাজতে ইসলামের সমাবেশে ২০১৩ সালের শাপলা চতর গণহত্যার তদন্ত ও বিচার দাবী করা হয়। সভায় বৈষম্যবিরোধি ছাত্র গণ আন্দোলন সহ সকল গুম ও খুনের বিচার এবং হেফাজতে ইসলামের ১৩ দফা জাতীয় দাবী বাস্তবায়নের জোর দাবী জানানো হয়।
জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক গুম দিবসে হেফাজতে ইসলাম কেন্দ্রীয় আন্তর্জাতিক বিভাগের উদ্যোগে গত ৩০ আগস্ট (শুক্রবার) পূর্ব লন্ডনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা আবদুল কাদির সালেহ।
হেফাজতে ইসলামের অন্যতম সহকারী আন্তর্জাতিক সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ ও হেফাজত নেতা মাওলানা সৈয়দ তামিম আহমদের পরিচালনায় বৃটেনের বিশিষ্ট উলামায়ে কেরাম, আইনজীবি ও কমিউনিটি নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।
সভায় অতিথিগণ বলেন, শত শহীদের রক্তের বিনিময়ে স্বৈরাচারের পতন হয়েছে কিন্তু দেশ ও জাতির বিরুদ্ধে স্বৈরাচারের দোসররা হীন স্বড়যন্ত্রে লিপ্ত রয়েছে। গণ অভ্যূত্থানের দিলগুলোর মতোই আলেম সমাজ , ছাত্র জনতা ও রাজনৈতিক নেতৃত্বকে এই স্বড়যন্ত্রের মোকাবেলায় দেশ রক্ষা ও সংস্কারে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। তারা আরও বলেন, এই সরকার যদি ব্যর্থ হয় তা হলে তা হলে এই জাতি স্বাধীনতা হারাবে।
সভার সভাপতি মাওলানা আবদুল কাদির সালেহ বলেন, মুক্তির আনন্দে আমরা যেনো এই আন্দোলন ও গণঅভ্যুত্থানে আলেম সমাজের ভূমিকা ও অবদানকে ভুলে না যাই।
গত পনের বছরের আন্দোলন সংগ্রাম জেল জুলুম নিপীড়ন, হেফাজতের আন্দোলন, শাপলা চত্তরে হাজার হাজার আলেমের শাহাদাত, মোদি ও মুর্তি বিরোধী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন সর্বশেষ জাতীয় গণ অভ্যুত্থান ও বৈষম্য বিরোধী আন্দোলনের শক্তি ও প্রেক্ষাপট তৈরী করেছে। ৫ আগষ্ট স্বৈরাচারের পতন এই ধারাবাহিক আন্দোলনের ফসল।
সভায় টেলিফোন সংযোগে বাংলাদেশ থেকে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাওলানা আজীজুল হক ইসলামাবাদী।
তিনি হেফাজতে ইসলামের ব্যানারে সকল উলামা ও দেশ প্রেমিক ইসলামী জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমাদের সংগ্রাম এখনও শেষ হয়নি।দেশের প্রতিটি হ্ত্যাকান্ডের বিচার ও জনগনের পূর্ণ অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে হেফাজতে ইসলামের ১৩ দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
সভায় অতিথিগণ বর্তমান সংবিধান সংস্কার করে জাতীয় আকাঙ্খার আলোকে নতুন সংবিধান রচনা করে গণভোট অনুষ্ঠানের আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতির উপদেষ্ঠা মোখলেসুর রহমান চৌধুরী,হেফাজতে ইসলামের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. মাওলানা শোয়াইব আহমদ ও মালানা গোলাম কিবরিয়া, কাউন্সিল অফ মস্কেস এর চেয়ারম্যান হাফিজ মাওলানা শামসুল হক, শায়খুল হাদীস আল্লামা আব্দুর রহমান মনোহর পুরী, সৈয়দ মামনুন মোর্শেদ,মাওলানা সাদিকুর রহমান,মাওলানা ইমদাদুর রহমান মাদানী,ব্যারিষ্টার নজির আহমদ, মাওলানা সৈয়দ আশরাফ আলী, ড. এম এ আজীজ, মুফতি আবদুল মুনতাকিম, মুফতি মওসুফ আহমদ, মাওলানা নুফায়েস আহমদ বরকতপূরী, মাওলানা আশফাক আহমদ প্রমুখ।