মুফতি ওয়াক্কাস বেফাকের সিনিয়র সহ-সভাপতি ও হাইআর কো-চেয়ারম্যান মনোনীত
একুশে জার্নাল
ডিসেম্বর ২২ ২০২০, ২৩:১৬

ইলিয়াস সারোয়ার:
বেফাকুল মাদারিসিল আরাবিয়া এর সিনিয়র সহ-সভাপতি ও আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর কো- চেয়ারম্যান নির্বাচিত হলেন জামিয়া ইমদাদিয়া মাদানীনগর মনিরামপুরের শাইখুল হাদিস ও মুহতামিম, তিন তিনবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস হাফিজাহুল্লাহ।
তাঁর পুত্র রশিদ ওয়াক্কাস আজ বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি তার পিতার জন্য দোয়া চেয়ে বলেছেন, সকলের নিকট দোয়া প্রার্থী, আল্লাহ যেন তার ছায়া আমাদের উপরে দীর্ঘায়িত করেন।
মাওলানা ওয়ালি উল্লাহ আরমানও উক্ত তথ্য নিশ্চিত করে দোয়া চেয়ে বলেছেন, আল্লাহ যেন তার ছায়া আমাদের উপরে দীর্ঘায়িত করেন।
উল্লেখ্য, মাওলানা নূর হোসাইন কাসেমীর ইন্তেকালে উক্ত পদ দুটি শূন্য হয়।