মানিকছড়িতে ‘ভ্যালেন্টাইন্স ডে’ সংস্কৃতির বিরুদ্ধে সচেতনতামূলক ক্যাম্পেইন
একুশে জার্নাল ডটকম
ফেব্রুয়ারি ১২ ২০২৫, ২১:২০

(১২ ফেব্রুয়ারী বুধবার) মানিকছড়িতে ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশন ও একদল তরুণের উদ্যোগে “ভালোবাসা দিবস” বিরোধী ক্যাম্পেইন এবং “আমি হারাম সম্পর্কে জড়াবো না” শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে মাদ্রাসা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
ক্যাম্পেইনের আয়োজকরা জানান, ১৪ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী “ভ্যালেন্টাইনস ডে” পালন করা হয়, যা অনেক ক্ষেত্রে ইসলামী মূল্যবোধের পরিপন্থী হয়ে দাঁড়ায়। তাই এ ধরনের অনৈতিকতা ও অপসংস্কৃতির বিরুদ্ধে সচেতনতা তৈরি করতেই তারা এ কর্মসূচির আয়োজন করেছেন।
ভ্যালেন্টাইন্স ডে সংস্কৃতি বিরোধী কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, “আমরা হারাম সম্পর্ক থেকে দূরে থাকব এবং আমাদের জীবন ইসলামের মূলনীতির আলোকে পরিচালিত করব।” তারা আরও জানান, বর্তমান সময়ে তরুণ সমাজের মধ্যে নৈতিক অবক্ষয় রোধে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের সভাপতি মুফতি আকরাম বলেন, “আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করা এবং ইসলামী শিক্ষার প্রতি অনুপ্রাণিত করা।” তিনি আরও জানান, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উপজেলার বিভিন্ন স্কুল,কলেজ, ও দখিল মাদ্রাসায় এ কর্মসূচি পালন করা হয় এবং স্থানে ক্যাম্পেইনের ব্যানার, পোস্টার ও লিফলেট বিতরণ করা হয়, যেখানে হারাম সম্পর্কের ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হয় এবং সুস্থ ও নৈতিক জীবনযাপনের প্রতি আহ্বান জানানো হয়।
এই কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীরা একযোগে শপথ নেন যে তারা কোনো অনৈতিক সম্পর্কে জড়াবেন না এবং ইসলামী আদর্শ অনুযায়ী জীবন পরিচালিত করবেন।
সচেতনতা বৃদ্ধি ও নৈতিকতার প্রসারের আহ্বান এ ধরনের ক্যাম্পেইন তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
সংগঠনের সদস্য মাওলানা আমিনুল ইসলাম ও জমির উদ্দিন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় চেতনা জাগ্রত করতে নিয়মিত এ ধরনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।