মানিকগঞ্জের সিংগাইরে জমির দলিল জালিয়াতি চক্রের ৮ সদস্য গ্রেফতার
একুশে জার্নাল ডটকম
ডিসেম্বর ৩০ ২০২০, ১৬:২৭

মিলন মাহমুদ( মানিকগঞ্জ): মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা সাব-রেজিষ্টার কার্যালয় হতে দলিল জালিয়াতি চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে সিংগাইর থানা পুলিশ।
আজ ২৮ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সাবরেজিস্টার কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জানা যায় – আটককৃত ব্যক্তিরা অন্য ব্যক্তির নাম, পরিচয় দিয়ে প্রতারণার উদ্দেশ্যে জাল দলিল তৈরি করার চেষ্টা করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এসময় সিংগাইর থানা পুলিশ ৮ জনকে আটক করতে সক্ষম হোন।
আটককৃতরা হলেন – মোঃ হেলাল (৩৪), পিতা- রশিদ বেপারী, গ্রাম-চর মালিয়া, উপজেলা মুলাদী, বরিশাল,
মোঃ আরিফুল ইসলাম (৩৩), পিতা- মোঃ সিকান্দার আলী,গ্রাম-সাদীপুর, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর, মোঃ মঞ্জুর রহমান (৩৯), পিতা- মোঃ মোশারফ হোসেন, গ্রাম-রাজপাড়া, থানা-মঠবাড়িয়া, জেলা-পিরোজপুর,
মোঃ রুবেল মিয়া(৩২), পিতা-মৃত লাল মিয়া গ্রাম-জুরানপুর, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা,
মোঃ জাহাঙ্গীর মিঞা (৩০), পিতা-মফিজুর রহমান মেজি,গ্রাম -আয়েশাবাগ, থানা-চর ফ্যাশন, জেলা-ভোলা, , মোঃ রিপন আলম (৩১), পিতা-মোঃ শহিদুল্লাহ, গ্রাম-বায়াটা, ডাকঘর-কামালখান, থানা ও জেলা-জামালপুর, মোঃ আব্দুল হাকিম (৪৮), পিতা-মৃত দুদু মিয়া, গ্রাম-দূর্গাপুর, থানা-সিংগাইর, জেলা-মানিকগঞ্জ, মোঃ ইউসুফ(৪০), পিতা-মোবারক , গ্রাম-উত্তর আড়া, থানা-দৌলতপুর, জেলা-মানিকগঞ্জ।
আটককৃত সকলেই ঢাকার মিরপুরে ভাড়া বাড়িতে থাকতো জানা যায় -চক্রটি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সাবরেজিস্টার অফিসে বিভিন্নভাবে প্রতারণা করে আসছিল।
সিংগাইর সাব রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা যায়- চক্রটি বিভিন্ন কৌশল অবলম্বন করে চৌকসভাবে প্রতারণা করতে যাচ্ছিল। এ সময় সিংগাইর থানা পুলিশ গোপন সংবাদ পেয়ে তাদের আটক করেন।