বাহুবলে ১০ টাকা মূল্যের চাল বিতরণ

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ১০ ২০১৮, ১৩:৪৩

শাহ মোহাম্মদ দুলাল আহমেদ,বাহুবল হবিগঞ্জঃ
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় বর্তমান সরকারের ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে ১০টাকা কেজি মূল্যে চাল বিতরন কর্মসুচী পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভারপ্রাপ্ত ইউএনও রফিকুল ইসলাম।

সোমবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এক ঘটিকায় বাহুবল সদর ইউনিয়নের ডাকঘর এলাকায় ডিলার মোঃ ফজলুর রহমানের বিতরন কেন্দ্র ও হাসপাতাল এলাকায় ডিলার অলিউর রহমানের বিতরন কেন্দ্র পরিদর্শন করেন।

এসময় তিনি কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এবং তিনি বলেন, জনসম্মুখে এ কর্মসুচী সরকারের বড় অর্জন বলে উল্লেখ করেন।

তিনি উপকারভোগীদের চাল ক্রয় করে বিক্রির আলামত পাওয়া গেলে কার্ড বাতিলের হুশিয়ারী দেন।

এসময় উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ কুটি,বাহুবল প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল মান্নান, ডিলার ফজলুর রহমান, অলিউর রহমান, জাকির চৌধুরী প্রমুখ।