ফের কাবুল বিমানবন্দরে হামলা, নিহত ১

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ২৩ ২০২১, ১৬:৫৯

কাবুল বিমানবন্দরে অজ্ঞাত বন্দুকধারীদের সঙ্গে পশ্চিমা নিরাপত্তা বাহিনী ও আফগান রক্ষীদের গোলাগুলি হয়েছে বলে জানা গেছে।

আজ সোমবার সকালে বিমানবন্দরের নর্থ গেইটে এই গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জার্মানির সশস্ত্র বাহিনী।

জার্মান সশস্ত্র বাহিনীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এ ঘটনায় একজন আফগান রক্ষী নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। এ লড়াইয়ে মার্কিন ও জার্মান বাহিনীগুলোও জড়িয়ে পড়েছে বলে জানা গেছে।

এদিকে, বিমানবন্দরটির বাইরে শৃঙ্খলা বজার রাখার জন্য নিজেদের যোদ্ধাদের মোতায়েন করেছে তালেবান আর ভেতরে আফগান রক্ষীরা যুক্তরাষ্ট্রের বাহিনীগুলোকে সহায়তা করছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

অন্যদিকে, সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বাইরে থেকে একজন স্নাইপার বিমানবন্দরের ভেতরে থাকা আফগান রক্ষীদের লক্ষ্য করে গুলি করলে তারা পাল্টা গুলি করে, কিন্তু যুক্তরাষ্ট্রের বাহিনী আফগান রক্ষীদের দিকে গুলি ছোড়ে।

বিমানবন্দরটিতে থাকা দুই ন্যাটো কর্মকর্তা জানিয়েছেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং বিমানবন্দরটির সব গেইট বন্ধ করে রাখা হয়েছে।

গত ১৫ অগাস্ট থেকে তালেবান কাবুল দখল করে নেওয়ার পর থেকে সেখান থেকে পালিয়ে আসা হাজার হাজার আফগান ও বিদেশি নাগরিক বিমানবন্দরটিতে জড়ো হয়েছেন, তারা সবাই আফগানিস্তান থেকে পালাতে চাইছেন।

তারপর থেকে বিমানবন্দরটির পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে আছে। তারমধ্যেই নিজেদের নাগরিক ও তালেবানের হুমকির মুখে থাকা আফগানদের বিমানযোগে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ও তাদের আন্তর্জাতিক মিত্র বাহিনীগুলো।