নির্বাচিত হলে সিলেটের উন্নয়নে কাজ করে যাবো: মাওলানা মাহমুদুল হাসান
একুশে জার্নাল ডটকম
জুন ০৩ ২০২৩, ১২:৫৯
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান প্রতীক পেয়েই আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। গতকাল শুক্রবার প্রতীক বরাদ্দ পেয়েই প্রচারে নেমে পড়েন তিনি। প্রথমেই নিজের বাড়ি সোনার পাড়ায় নেতাকর্মী ও এলাকাবাসীর সাথে প্রচার মিছিলে অংশ নেন। এসময় তিনি বলেন, ‘সিলেট শহরকে উন্নয়নের উচ্চশিখরে নিয়ে যেতে আমি অঙ্গীকারবদ্ধ।
আপনাদের ভোট ও সহযোগিতায় মেয়র নির্বাচিত হলে সিলেটের উন্নয়নে জীবন বাজি রেখে কাজ করে যাবো।
পরে সোনার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লীদের কাছে দোয়া চান। তারপর এলাকার জনসাধারণকে সাথে নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় প্রচার মিছিলে অংশ নেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি আলহাজ্ব নজির আহমদ, সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ আমীর উদ্দিন, মহানগর সহ-সভাপতি ডাক্তার রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা ইমাদ উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি মুফতি মুহাম্মদ আবু তাহের মিসবাহ, আলহাজ ইসহাক আহমদ, আব্দুল ওয়াহিদ প্রমুখ।