নাচোলে সমাজসেবা কার্যালয় থেকে একজনের মরদেহ উদ্ধার
Raja Babu
মে ২৬ ২০২২, ১০:২৬

বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা সমাজসেবা কার্যালয়ের কক্ষ থেকে শামীম হোসেন(৩০) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শামীম হোসেন নাচোল উপজেলা সমাজ সেবা কার্যালয়ের, ইউনিয়ন মাঠ কর্মী হিসাবে দ্বায়িত্ব পালন করতেন।
শামীম হোসেনের নাচোল উপজেলার মাস্টাপাড়া গ্রামের শামসুদ্দীনের ছেলে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, রাত সাড়ে ৯টার দিকে নাচোল সমাজ সেবা কার্যালয়ের একটি কক্ষের জানালার সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় থাকা মরদেহ উদ্ধার করা হয়। এটি আত্মহত্যা না অন্য কিছু সেটি তদন্তের আগে বলা যাবে না।মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠাচ্ছি আমরা, সেখানকার রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারন সম্পর্কেও ধারনা পাওয়া যাবে।