দুর্ঘটনার কবলে ইবির বাস; আহত ২
একুশে জার্নাল ডটকম
ডিসেম্বর ২২ ২০২০, ১৮:৫৪

শাহরিয়ার কবির রিমন, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) শিক্ষার্থী পরিবহনের কাজে ব্যবহৃত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস এবং বিপরীতমুখী ট্রাকের মধ্যে সংঘর্ষে ২ জন আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের বাস ড্রাইভার শুকুর আলী সহ একজন শিশু আহত হয়েছে।
আজ ২২ ডিসেম্বর দুপুরে কুষ্টিয়া আলামপুর বাজারের কাছে এ দুর্ঘটনার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় থেকে কুষ্টিয়ায় যাওয়ার পথে ভাদালিয়া বাজারের একটু আগে দুর্ঘটনাটি ঘটে। কুষ্টিয়া থেকে আসা একটি ট্রাক ওভারটেক করে সামনে যাওয়ার সময়ে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রসাশক অধ্যাপক ড. মোঃ রেজওয়ানুল ইসলাম বলেন, কুষ্টিয়া আলামপুর বাজারের কাছে ইবির বাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংর্ঘষে শিশুসহ কয়েকজন আহত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসের ড্রাইভার সহ শিশু আহত হয়েছে। হাইওয়ে পুলিশ এসে আহতদেরকে চিকিৎসাকেন্দ্রে প্রেরণ করেন।