জামেয়া দারুসসালাম এর ৪৪ তম মাহফিল অনুষ্ঠিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ২৪ ২০২০, ১১:৫২

বরেণ্য বুজুর্গ মাওলানা আব্দুস সামাদ শিকারপুরী রহঃ এর প্রতিষ্ঠিত, উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ, শাইখুল হাদিস আল্লামা হাফেজ নূরউদ্দিন আহমদ গহরপুরী রহঃ ও শায়খুল হাদিস আল্লামা আব্দুল আজিজ দয়ামিরী রহঃ’র সৃতিবিজরিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া মদীনাতুল উলূম দারুস সালাম খাসদবীর সিলেটের ৪৪ তম বার্ষিক মাহফিল সম্পন্ন হয়েছে।

২২ জানুয়ারি বুধবার সকাল ১০টা থেকে শুরু হয়ে পরদিন ফজর পর্যন্ত এ মাহফিলের কার্যক্রম চলে।

সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক, জামেয়ার মুহতামিম ও শায়খুল হাদিস হাফিজ মাওলানা মুফতি ওলীউর রহমানের সভাপতিত্বে,

সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব জামেয়ার শিক্ষক মাওলানা নিয়ামত উল্লাহ খাসদবিরী এর পরিচালনায়, মাহফিলে নসীহত পেশ করেন ওলী ইবনে ওলী শায়খুল হাদিস মুফতি রশিদুর রহমান ফারুক বরুনী,মাওলানা মুজিবুর রহমান চাঁদপুরী,মাওলানা মুশতাক আহমদ খান ধনুকান্দি,মাওলানা মাহবুবুর রহমান মুবারকপুরী,ইংল্যান্ড প্রবাসী খলিফায়ে শায়খে কৌরিয়া রহঃ মাওলানা ইমাম উদ্দিন, ইংল্যান্ড প্রবাসী জামেয়ার ফাজেল মাওলানা আব্দুল আজিজ সিদ্দিকী,

মাওলানা নুরুল হক নবিগঞ্জী, মাওলানা সালেহ নজিব আল আইয়ূবী, মাওলানা মুফতি মঞ্জুর রশিদ আমিনী,মাওলানা মুফতি নাসির উদ্দিন,প্রিন্সিপ্যাল মাওলানা মাহমুদুল হাসান, শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধূরী,৫নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ,

এছাড়া মাহফিলে উপস্থিত ছিলেন জামেয়া কমিটির সদসবৃন্দ, আসাতিজায়েকেরাম ও সিলেটের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাদ ফজর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে সমাপনী মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়। মোনাজাত করেন জামেয়ার মুহতামিম হযরত মাওলানা মুফতি ওলীউর রহমান।