ছাত্রজনতার একদফা দাবি আদায়ে দেশব্যাপী ‘গাশত কর্মসূচি’ পালন প্রসঙ্গে

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ০৩ ২০২৪, ২২:২৫

শ্রদ্ধেয় আলেম সমাজ!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের একদফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আগামীকাল রোববার থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ছাত্রজনতা।

সাধারণ আলেম সমাজ বিশ্বাস করে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদফা দাবি শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নয়, এ আন্দোলন জনগণের আন্দোলনে পরিণত হয়েছে। এ আন্দোলন বাঁচার আন্দোলন, অধিকার প্রতিষ্ঠার আন্দোলন, জালিমের কবল থেকে মজলুমের মুক্তির আন্দোলন। এক দফা দাবি এখন গোটা বাংলাদেশের মানুষের গণদাবিতে পরিণত হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির সাথে একাত্মতা ঘোষণা করে সাধারণ আলেম সমাজ ৩৫ জুলাই (৪ আগস্ট) রোববার বাদ আসর সারাদেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার পক্ষে ‘গাশত কর্মসূচি’ পালন করবে।

এতে সারাদেশের প্রতিটি কওমি মাদরাসার ক্যাম্পাস, জুমা এবং ওয়াক্তিয়া মসজিদের বারান্দা থেকে শিক্ষক-ছাত্র, অভিভাবক, স্থানীয় মুসল্লি সকলকে সঙ্গে নিয়ে দেশের প্রতিটি নাগরিককে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের একদফা দাবি আদায়ের পক্ষে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার দাওয়াত দেবেন ইনশাআল্লাহ।

সাধারণ আলেম সমাজের পক্ষ থেকে গোটা বাংলাদেশের মানুষের মুক্তির এই সংগ্রামকে সফল করতে প্রতিটি কওমি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম-খতিব, আলোচক, আলেম ব্যবসায়ী, লেখক-অনুবাদক, সাংবাদিক, বুদ্ধিজীবি সকলকে গাশতে অংশগ্রহণের আহ্বান করা হলো।