চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ফেনসিডিলসহ আটক ১

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ১৫ ২০২২, ১৯:৪৭

বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১০ বোতল ফেনসিডিলসহ এক জনকে আটক করেছে ডিবি পুলিশ।

আটককৃত ব্যক্তি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার এরাদতবিশ্বাসটোলা গ্রামের সোহরাব আলীর ছেলে আরজেদ আলী আজু (৫০)।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসগর আলীর নেতৃত্বে ডিবির সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করে।

জানাগেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি দল ১৪ ফেব্রুয়ারী সোমবার রাত সাড়ে নয়টার সময় শিবগঞ্জ উপজেলার এরাদত বিশ্বাসটোলা মোড়ে অভিযান চালিয়ে ১১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় ১ জনকে আটক করা হয়।

উক্ত ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”