চাঁপাইনবাবগঞ্জে ইয়াবা-হেরোইনসহ দুইজনকে গ্রেফতার করেছে-ডিবি

Raja Babu

Raja Babu

এপ্রিল ০৩ ২০২২, ১৯:১৭

বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ দুইটি পৃথক অভিযান চালিয়ে সদর উপজেলার চরবাগডাঙ্গা থেকে ইয়াবা ও শিবগঞ্জ উপজেলা থেকে হেরোইনসহ ২ জনকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার ২ এপ্রিল দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব এএইচ এম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) এর নির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকস অভিযানিক দল সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাঁখের আলী খ্যাপাপাড়া হতে (পাঁচশত) পিচ ইয়াবাসহ ফাটাপাড়া গ্রামের মোঃ ফানসুর আলীর ছেলে মোঃ মেহেদী হাসান লাদেন (২০) কে হাতেনাতে আটক করে ডিবি।

অপর দিকে শিবগঞ্জ উপজেলার কাইয়ুমপুর গ্রামের আমবাগান থেকে (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩ শত গ্রাম হেরোইনসহ হাজারবিঘী গ্রামের মোঃ গাজলু রহমানের ছেলে মোঃ আব্দুল আলিম (৩৮) কে আটক করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের মাদক উদ্ধারের উভয় ঘটনায় সদর মডেল থানা ও শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।