গোয়াইনঘাটে টাস্কফোর্সের অভিযানে ভারতীয় ৪০টি গরু আটক
একুশে জার্নাল
জুন ০৪ ২০২৩, ০০:৫২
তানজিল হোসেন, গোয়াইনঘাট (সিলেট): সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি সীমান্ত এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমানের নেতৃত্বে টাক্সফোর্সের অভিযানে চোরাইপথে দেশে আসা ৪০টি ভারতীয় গরু বিজিবি ও পুলিশের সহায়তায় আটক করা হয়েছে।
শুক্রবার (২ জুন) সকালে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বিছনাকান্দি এলাকা থেকে আটককৃত গরুগুলোকে গোয়াইনঘাট থানায় জব্দ রাখা হয় এবং জব্দকৃত গরুগুলোকে প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়েছে।
গোয়াইনঘাট থানার ওসি কে. এম. নজরুল ইসলাম গরু আটকের সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পুলিশ ও বিজিবির সহায়তায় ভারতীয় ৪০টি গরু আটক করে প্রকাশ্যে নিলামের ব্যবস্থা করা হয়েছে।তবে কোন চোরাকারবারীকে আটক করা হয়নি বলেও জানান তিনি।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, ভারত থেকে রাজস্ব ফাঁকি দিয়ে কোন ধরনের অবৈধ মালামাল বাংলাদেশে প্রবেশ করার সুযোগ নেই। কঠোর নজরদারিতে রয়েছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন।