খেলাফত মজলিস সিলেট মহানগর শাখা পুনর্গঠন -তাজুল ইসলাম হাসান সভাপতি ও জাবেদুল ইসলাম চৌধুরী সাধারণ সম্পাদক
একুশে জার্নাল
ফেব্রুয়ারি ১৩ ২০২৫, ০১:০৯

খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার বার্ষিক মজলিসে শুরার সাধারণ অধিবেশন আজ ১২ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার সকাল ৭:৩০ টায় নগরীর পূর্ব জিন্দাবজারস্থ একটি হলরুমে অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মাওঃ জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মজলিসে শুরার অধিবেশনে শাখার বার্ষিক রিপোর্ট পেশ ও পর্যালোচনা করে ২০২৫-২৬ সেশনের জন্য সিলেট মহানগর শাখার পুনর্গঠন কার্যক্রম সম্পন্ন করা হয়। মজলিসে শুরার সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন সেশনের জন্য সভাপতি পূনঃ নির্বাচিত হন হাফেজ মাওলানা তাজুল ইসলাম হাসান এবং সাধারণ সম্পাদক পূনঃ নির্বাচিত হন হাফেজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন ও নবনির্বাচিত দায়িত্বশীলদেরকে সাংবিধানিক শপথ বাক্য পাঠ করান সংগঠনের মুহতারাম মহাসচিব অধ্যাপক ড. আহমেদ আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ন-মহাসচিব ডা. এ এ তাওসীফ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা শামছুজ্জামান চৌধুরী। শুরুতে মহাগ্রন্থ আলকোরানের দারস পেশ করেন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থ শাখার সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হাসান ছাবীর।
শুরা অধিবেশনে খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার ২০২৫-২৬ সেশনের নবনির্বাচিত নির্বাহী কমিটির দায়িত্বশীলবৃন্দ হলেন:
সভাপতি- হাফেজ মাওলানা তাজুল ইসলাম হাসান। সহ-সভাপতি- মাওলানা শাহ আশিকুর রহমান, মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, মাওলানা রওনক আহমদ, আব্দুল হান্নান তাপাদার, ডা. মুহাম্মদ ফয়জুল হক, কে এম আব্দুল্লাহ আল মামুন, ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম, মাওলানা ইমদাদুল হক নোমানী, মাওলানা নূরুল ইসলাম জাকারিয়া, মাওলানা গোলাম রাব্বানী।
সাধারণ সম্পাদক- হাফেজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী। সহ-সাধারণ সম্পাদক- আহমদ সাইফুর রহমান, মাওলানা জুনায়েদ আহমদ, মাসুদ আহমদ।
সাংগঠনিক সম্পাদক- হাফিজ মাওলানা মনজুরে মাওলা। বায়তুলমাল সম্পাদক- মুহাম্মদ তাহির চৌধুরী।
প্রশিক্ষণ সম্পাদক- মাওলানা মাশুক আহমদ,
অফিস ও প্রচার সম্পাদক- মুহাম্মদ আব্দুস শহীদ, সমাজকল্যাণ সম্পাদক- ইঞ্জিনিয়ার শাহজাহান কবির ডালিম, দাওয়াহ সম্পাদক- মাওলানা নূরুল ইসলাম চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক- মাওলানা খায়রুল ইসলাম, উলামা বিষয়ক সম্পাদক- মাওলানা ওলিউর রহমান, যুব বিষয়ক সম্পাদক- হাফেজ মাওলানা জাকারিয়া আল হাসান, প্রকাশনা সম্পাদক- তৌহিদ আহমদ চৌধুরী, শ্রম সম্পাদক- মাওলানা সেলিম আহমদ, সহকারী সাংগঠনিক সম্পাদক- আফজাল হুসাইন কামিল, সহকারী বায়তুলমাল সম্পাদক- মাস্টার মোঃ ফারুক মিয়া, সহকারী অফিস ও প্রচার সম্পাদক- জুবায়ের আহমদ, মহিলা বিষয়ক সম্পাদিকা- মিসেস আবেদা খানম পারভীন। নির্বাহী সদস্য- হাফিজ মাওলানা আব্দুল হামিদ, মাওলানা সাইফুল ইসলাম, জাহেদ আহমদ চৌধুরী।