খেলাফত মজলিস কুয়েত শাখার বার্ষিক শুরা অধিবেশনে ফখরুল সভাপতি ও আকরাম সম্পাদক নির্বাচিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

ফেব্রুয়ারি ১৩ ২০২৫, ০১:২৫

গতকাল রাত ৯ টায় কুয়েতের হাছাবিয়ার এক মসজিদে অনুষ্ঠিত হয় খেলাফত মজলিস কুয়েত শাখার বার্ষিক শুরা অধিবেশন।

উক্ত শুরা অধিবেশনে সভাপতিত্ব করেন মাওলানা ফখরুল ইসলাম। পরিচালনা করেন, মাওঃ আকরাম হুসাইন।শুরা অধিবেশনে বার্ষিক  রিপোর্ট পেশ, পর্যালোচনা, ২০২৫-২৬ ইংরেজী সেশনের জন্য নতুন দায়িত্বশীল নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশন হিসাবে  উপস্থিতি ছিলেন সংগঠনের কৈন্দ্রীয় সদস্য শায়খ মোহাম্মদ হাসান বিন আমীর। শুরা সদস্যদের গোপন ব্যালেটে সভাপতি নির্বাচিত হয়েছেন শায়খ ফখরুল ইসলাম, সাধারণত সম্পাদক  নির্বাচিত হয়েছেন মাওঃ আকরাম হুসাইন।

বাকী দায়িত্ব শীল পরামর্শ ক্রমে মানোনিত করা হয়,খেলাফত মজলিস কুয়েত সেশন 2025/26 নির্বাহী পরিষদ।সভাপতি : মাওঃ ফখরুল ইসলাম সহ সভাপতি: হাঃ ওযায়ের আহমদ মাওঃ আসাদ উল্লাহ মাওঃ মিজানুর রহমান হাঃ আহসান উদ্দিন

সাধারণ সম্পাদক : মাওঃ আকরাম হোসাইন সহ .মাওঃ আহসান উল্লাহ বদর মাওঃ ইয়াকুব হোসাইন হাঃ নুর আহমদ সাংগঠনিক সম্পাদক: মাওঃ ইসমাঈল হোসাইন সহ মুফতি ফজলুল হক মুফতি আহমদ উল্লাহ মাসরুর বায়তুল মাল সম্পাদক: ইলিয়াস হোসাইন। সহহাঃ মাওলানা   মোস্তাফা কামাল হাঃ নুরুল হুদা প্রশিক্ষণ সম্পাদক মোঃ হায়দার আলী সহনূর মোহাম্মদ প্রচার সম্পাদক: হাঃ ইসমাঈল হোসাইন সহ  জনাব,মিলাদ হোসাইন দফতর ও পাঠাগার: মাওঃ নিজাম উদ্দিন সহ,মাসুদুররহমান চৌধুরী

দাওয়া বিষয়ক সম্পাদক: মৌলভী মাসঊদুররহমান সহ মুফতি হোসাইন আদনান

ওলামা বিষয়ক সম্পাদক: মাওঃ আখতার হোসাইন সহ মুফতি তাজুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক: জনাব নুরুদ্দিন মামুন, মাওঃ মাহমুদুর রহমান সমাজ কল্যাণ সম্পাদক: হাঃ সফিউল্লাহ যুব বিষয়ক সম্পাদক: মাওঃ আশ্রাফ আলী সদস্য হাফিজ : আতাউল্লাহ বদর, মৌলভী দ্বিন মোহাম্মদ

সভাপতি, মাওঃ ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক, মাওঃ আকরাম হোসেনকে শপথ পাঠ করান শায়েখ মোহাম্মদ হাসান বিন আমীর। অন্যান্য দায়িত্বশীলদের শপথ পাঠ করান সভাপতি মাওঃ ফখরুল ইসলাম।